Ashok Mondal: দিনহাটায় অশোক মণ্ডলকে ঘিরে 'জয় বাংলা' স্লোগান - Cooch Behar
দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডলকে দেখে 'জয় বাংলা' স্লোগান দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। শনিবার দুপুরে বিজেপি প্রার্থী অশোক মণ্ডল যখন দিনহাটা বিধানসভা কেন্দ্রের লাংগুলিয়া প্রাইমারি স্কুলের বুথে যান সেই সময় তাঁকে লক্ষ্য করে 'জয় বাংলা' স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। বিজেপি প্রার্থী অশোক মণ্ডল বলেন, "আমি যখন বুথে যাচ্ছিলাম তখন তৃণমূলের কিছু লোক 'জয় বাংলা' স্লোগান দেয়।"যদিও এলাকার তৃণমূল নেতা তথা বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস দাস বলেন, "এদিন ভোটগ্রহণ কেন্দ্রে বিজেপি প্রার্থী অশোক মণ্ডল ভোট প্রচার করছিলেন। তাই তাঁকে লক্ষ্য করে সাধারণ কর্মীরা 'জয় বাংলা' স্লোগান দিয়েছেন।"