TMC Protest for Sayani Ghosh Arrest : সাগরে সায়নী ঘোষের গ্রেফতারির প্রতিবাদে পথ অবরোধ - তৃণমূল যুব সভাপতির মুক্তির দাবি
ত্রিপুরায় তৃণমূলের যুব সভাপতি সায়নী ঘোষের গ্রেফতারির প্রতিবাদে (TMC Protest for Sayani Ghosh Arrest) রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল দক্ষিণ 24 পরগনার সাগরের তৃণমূল কর্মী সমর্থকরা (TMC Suppoters Road Block in Sagar) ৷ সাগরের চকফুলডুবি মন্দিরতলা বাজারের অন্যতম ব্যস্ত রাস্তার উপর সকাল থেকে কয়েকশো তৃণমূল কর্মী সমর্থকরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় ৷ তৃণমূল যুব সভাপতির মুক্তির দাবিতে চলতে থাকে স্লোগান ৷ সাগর ব্লকের মুড়িগঙ্গা দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলও করা হয় ৷ তবে, আজ সন্ধ্যায় জামিনে মুক্তি পেয়েছেন তৃণমূল যুব সভাপতি সায়নী ঘোষ ৷