Agitation For Candidate Change : প্রার্থী নিয়ে ক্ষোভের আগুন ইংরেজবাজারেও, সড়ক অবরোধ তৃণমূল কর্মীদের - TMC supporters agitation in Malda
আবারও সামনে এল প্রার্থী নিয়ে বিক্ষোভের ছবি ৷ যার জেরে প্রতিবাদের আগুন জ্বলে উঠল মালদা শহরে (TMC supporters agitation in Malda)। ইংরেজবাজার পৌরসভার দুটি ওয়ার্ডের প্রার্থী বদলের দাবিতে মালদা-রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূলের কর্মী-সমর্থকরা । উল্লেখ্য, শুক্রবার সাংবাদিক বৈঠক করে 107টি পৌরসভার প্রার্থীতালিকা প্রকাশ করেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । প্রার্থীতালিকা সামনে আসতেই ক্ষোভ ক্ষোভ ছড়িয়ে পড়ে তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে । শনিবার বিকেলে মালদায় প্রার্থী নিয়ে অসন্তোষের জেরে স্টেশন সংলগ্ন মালদা-রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের কর্মী-সমর্থকরা । বিক্ষোভের জেরে তীব্র যানজট সৃষ্টি হয় এলাকায় । বিক্ষোভকারীদের দাবি, এলাকার প্রাক্তন কাউন্সিলর নন্দু তিওয়ারির মনোনীত প্রার্থী ছাড়া অন্য কোনও বহিরাগত প্রার্থীকে তাঁরা মানবেন না ৷