আলিপুরদুয়ারে NRC-র প্রতিবাদে মহামিছিল তৃণমূলের - আলিপুরদুয়ারে NRC-র প্রতিবাদে মহামিছিল তৃণমূলের
NRC-র প্রতিবাদে তৃণমূলের মিছিল ৷ মিছিলের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে অসম- বাংলা সংযোগকারী 31/C জাতীয় সড়ক ৷ মিছিলে পা মেলান প্রাক্তন সাংসদ দশরথ তিরকে, কুমারগ্রামের বিধায়ক জেমস কুজুর, জেলা পরিষদের সভাধিপতি শিলা দাস, আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী প্রমুখ ৷ দেখুন ভিডিয়ো...
TAGGED:
assam nrc