পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

ভুল প্রচার করছে তৃণমূল, শুধু অনুপ্রবেশকারীদের তাড়াতে চাই : দিলীপ - দিলীপ ঘোষ

By

Published : Sep 26, 2019, 11:35 PM IST

অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে সারাদেশে জাতীয় নাগরিক পঞ্জি প্রয়োজন । মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আজ একথা বলেন দিলীপ ঘোষ ৷ বলেন, "সংবিধান অনুযায়ী হিন্দু, মুসলিম, খ্রিস্টানদের সমান অধিকার আছে ৷ তাই দিলীপ ঘোষের যতটা অধিকার ততটাই অধিকার মাফুজা খাতুনের রয়েছে৷ এলাকায় এলাকায় গিয়ে গিয়ে ভুল প্রচার করছে তৃণমূল কংগ্রেস ৷ অসম NRC-কে ইশু করে পাড়ায় পাড়ায় গিয়ে ভয় দেখাচ্ছে তৃণমূল ৷ আমাদের দেশটা ধর্মশালা হয়ে গেছে ৷ যে যা পারছে করছে৷ খাচ্ছে ,বোমা ফাটাচ্ছে, চলে যাচ্ছে৷ তাই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে জাতীয় নাগরিক পঞ্জি প্রয়োজন । বাংলায় মুসলিম অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে ৷ তাদেরকে আমরা নেব না ৷"

ABOUT THE AUTHOR

...view details