দিলীপ ঘোষ "ক্ষেপা ষাঁড়" বলে কটাক্ষ কল্যাণের - tmc mp kalyan banerjee
আবারও বিষ্ফোরক মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস কল্যাণ বন্দ্যোপাধ্যায় । বিরোধী দলের বিজেপি নেতা দিলীপ ঘোষকে "ক্ষেপা ষাঁড়" বলতে শোনা গেল হাওড়ার লিলুয়া চকপাড়ার এক দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে । তিনি বলেন, "আগে আমি দিলীপ ঘোষকে বলতাম ক্ষেপা দিলীপ, এখন আর ক্ষেপা দিলীপ বলি না । ক্ষেপা ষাঁড় । ক্ষেপা কিংবা পাগলের ট্রিটমেন্ট আছে তো ! খড়গপুরের খুব কাছেই রাঁচি, মেন্টাল হাসপাতালে ট্রিটমেন্ট করার কথা ওকে অনেকবার বলেছি । এখন ক্ষেপা ষাঁড় হয়ে গেছে, ক্ষেপা ষাঁড়ের কোনও ট্রিটমেন্ট নেই ।"