পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Kalyan Slams Rajib: নাম না-করে রাজীবকে কটাক্ষ কল্যাণের - নাম না করে রাজীবকে কটাক্ষ কল্যাণের

By

Published : Jan 3, 2022, 2:17 PM IST

বিধানসভা ভোটের সময় বিড়ালগুলিকে বাঘ ভেবে বিজেপি নিয়ে গিয়েছিল। নির্বাচনের পরে সেগুলি ইঁদুর হয়ে গিয়েছে। গর্ত খুঁজছে কোন গর্তে গিয়ে ঢুকব। আর বলছে আমায় একটু জায়গা দাওগো মা মন্দিরে বসি। এভাবেই রাজীব-সহ বিজেপি থেকে তৃণমূলে আসা নেতাদের কটাক্ষ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Slams Rajib)। রবিবার প্রয়াত তৃণমূল নেতা আকবর আলি খোন্দাকারের জন্মদিবস উপলক্ষ্যে শেওড়াফুলিতে তৃণমূলের অনুষ্ঠানে এসে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "বিধানসভা ভোটের সময় যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন তাদের ঘর ওয়াপসি করতে চাওয়ার বিরোধিতা করছি। মুকুল রায় থেকে সব্যসাচী দত্ত অনেকেই যারা বিজেপিতে গিয়েছিলেন তারা ফিরেছেন তৃণমূলে। সব্যসাচীকে বিধাননগরে প্রার্থীও করেছে দল।" রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ফিরে আসায় সরাসরি বিরোধিতা করেছেন তিনি। দলীয় নেতৃত্বের প্রতিও ক্ষোভ প্রকাশ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

ABOUT THE AUTHOR

...view details