উদয়ন গুহ মানসিক ভারসাম্যহীন, বললেন নিশীথ - BJP সাংসদ নিশীথ প্রামাণিক
এবার তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে আক্রমণ করলেন BJP সাংসদ নিশীথ প্রামাণিক ৷ বললেন, উদয়নের মানসিক অবস্থা ভালো নেই ৷ BJP সাংসদ বলেন, "দিনহাটার প্রথম শহিদ রতন বর্মণ খুনের মূল অভিযুক্ত ছিলেন উদয়ন গুহ ৷ উদয়নবাবু তৃণমূল কংগ্রসের বিধায়ক ৷ BJP-কে নির্মূল করতে নয়, আমার মনে হয় উদয়নবাবু নিজের অজান্তেই তৃণমূলকে নির্মূল করছেন ৷ বয়সজনিত কারণে ভারসাম্যহীনতা দেখা দিয়েছে তাঁর ৷ যখন তখন যা তা বলে সংবাদের শিরোনামে আসতে চাইছেন ৷ দিনহাটার লোক অ্যাপেনডিক্স ভেবে অপারেশন করে তাঁকে বাদ দিয়ে দিয়েছেন ৷"