পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Controversial Remarks : ‘পুলিশ আমাদের’, ভাঙড়ে তৃণমূল যুবনেতার মন্তব্যে বিতর্ক - পুলিশ মন্তব্যে বিতর্ক

By

Published : Nov 10, 2021, 7:23 PM IST

ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী মঞ্চ থেকে ভাষণ দিতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন তৃণমূল যুব কংগ্রেসের জেলা (দক্ষিণ 24 পরগনা) সভাপতি অভীক মজুমদার ৷ এত দিন বিরোধীদের অভিযোগ ছিল, রাজ্যের পুলিশ প্রশাসন শাসকদলের অনুগামী, ‘দলদাস’ ৷ বুধবার ভাঙড়ের অনুষ্ঠান থেকে কার্যত সেই অভিযোগেই সিলমোহর বসান অভীক ৷ তিনি বলেন, “প্রশাসন আমাদের, বাংলার পুলিশ আমাদের ৷ কাশীপুর থানার আইসি আমাদের, কেএলসি থানার আইসি আমাদের ৷’’ এমনকী, আসন্ন নির্বাচনগুলিতে বিজেপি ও আইএসএফের অনুগামীদের দেখে নেওয়ারও হুমকি দেন তিনি ৷ অভীকের এই মন্তব্যের বিরোধিতায় সমালোচনা শুরু হয়েছে নানা মহলে ৷

ABOUT THE AUTHOR

...view details