তৃণমূল নেতাদের এখন চাল চোর, গম চোর বলছে : সায়ন্তন বসু - Jyotipriyo Mullick
খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সমালোচনা করলেন BJP নেতা সায়ন্তন বসু ৷ এদিন তাঁকে কটাক্ষ করে সায়ন্তন বসু বলেন, "তৃণমূল সরকার চুরি করেছে । তৃণমূল নেতাদের এখন চাল চোর, গম চোর বলছে সাধারণ মানুষ । আগে FCI গোডাউন থেকে তৃণমূল চাল গম চুরি করে ত্রাণ হিসেবে বিলি করেছে । এখন তৃণমূল নেতাদের বাড়িতে চাল, গম সবকিছু পাওয়া যায় ।"