যাঁরা পদ চান না সম্মান চান, তাঁদের ফিরিয়ে আনতে হবে; নির্দেশ সুব্রত বক্সির - তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী
কোচবিহারে এসে পুরানো কর্মীদের দলে ফিরিয়ে আনার নির্দেশ দিলেন তৃণমূল নেতা সুব্রত বক্সি । তিনি বলেন, "একাধিক পুরানো কর্মী রয়েছে যাঁরা টিকিট চান না। যাঁরা পদ চান না, শুধু সম্মান চান । তাঁদের ফিরিয়ে আনতে হবে ।"