TMC leader attacked : ভাটপাড়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা - তৃণমূলের কনভেনারকে লক্ষ্য করে গুলি ভাটপাড়ায়,
ভাটপাড়ায় আক্রান্ত তৃণমূল কংগ্রেসের কনভেনার অসীম রায় ৷ আজ সকালে বাড়ির সামনে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় কয়েকজন দুষ্কৃতী (tmc leader allegedly attacked by bjp goons in bhatpara) ৷ গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় জোর বেঁচে যান তিনি ৷ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ ওই তৃণমূল নেতার ৷ তিনি বলেন, "ভাটপাড়া পৌরসভার 6 ও 7 নম্বর ওয়ার্ডের দায়িত্বে রয়েছি ৷ তাই আমার উপর আক্রোশ ৷ সামনেই পৌরসভা নির্বাচন ৷ তাই বিজেপি আমাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল ৷" ভাটপাড়া থানায় এই হামলার অভিযোগ জানিয়েছেন তিনি ৷