বীরসা মুন্ডাকে নিয়ে রাজনীতি করছে তৃণমূল : দিলীপ ঘোষ - বাঁকুড়ায় অমিত শাহ
"বীরসা মুন্ডার মূর্তি নিয়ে বিতর্ক তৈরি করে জঙ্গলমহলের আবেগকে অপমান করেছে তৃণমূল । তৃণমূল পরিচালিত জেলা পরিষদই ওই মোড়ের নাম রেখেছে বীরসা মুন্ডা চক। ওখানে একটি ছোটো মূর্তি ছিল । সেটা তুলে সরকারই নতুন মূর্তিটি বসিয়েছে । এখন বলছে , ওটা বীরসা মুন্ডার নয়, শিকারির মূর্তি ! তাহলে বীরসাকে অপমান করছে কারা ? ওরা কি বীরসা মুন্ডাকে শিকারি হিসাবে দেখে ? "বললেন বঙ্গ BJP-র সভাপতি দিলীপ ঘোষ ।