তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত তুফানগঞ্জের চুলকানির বাজার এলাকা - tmc inner clash
ফের তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে উঠল তুফানগঞ্জ মহকুমার দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের চুলকানির বাজার এলাকা। সোমবার সকালে আবার চুলকানির বাজার এলাকায় দুটি ছোটো গাড়িসহ বেশ কয়েকটি বাইক ভাঙচুর করা হয় । খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ এলাকায় পৌঁছায় ৷ এলাকায় উত্তেজনা রয়েছে । অভিযোগ, এলাকায় তৃণমূলের বর্তমান অঞ্চল সভাপতি মুজিবর রহমান এবং প্রাক্তন অঞ্চল সভাপতি তথা বর্তমান কোচবিহার জেলা সাধারণ সম্পাদক ফারুক মণ্ডলের মধ্যে বহুদিন ধরে রেষারেষি চলছে ৷ এই দুই গোষ্ঠীর মধ্যে প্রায়ই দ্বন্দ্ব লেগে থাকে। গোষ্ঠী কোন্দল নিয়ে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, পুলিশকে বলা হয়েছে কঠোর ব্যবস্থা নিতে।