পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

কোচবিহারে দলের বিক্ষুব্ধদের বিরুদ্ধে ব্যবস্থার আর্জি তৃণমূল জেলা মুখপাত্রর - কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পরিমল বর্মন

By

Published : Jan 10, 2021, 8:03 PM IST

"আমাদের দলের কিছু লোক বিভিন্ন মিডিয়ার সামনে কিছু বক্তব্য রাখছেন তা আমরা দল বিরোধী বলে মনে করি । আজ আমরা বাধ্য হয়ে সাংবাদিক বৈঠক করছি । কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থপ্রতীম রায়ের সম্পর্কে কোচবিহার পৌরসভার প্রশাসক ভূষণ সিং, পরিমল বর্মণ, খোকন মিঞাঁ মিলে যে অশালীন ও কদর্য আচার ব্যবহার করেছেন, তা নিয়ে প্রতিনিয়ত মতামত প্রকাশ করছেন তা আমাদের কাছে অত্যন্ত ঘৃণা ও নিন্দার বিষয় এবং দলবিরোধী । সম্ভবত বিরোধী দ্বারা পরিচালিত হয়ে এমনটা করছে । আমরা সমবেতভাবে রাজ্য নেতৃত্বের কাছে দ্বারস্থ হচ্ছি ।" জানালেন জেলা তৃণমূলের মুখপাত্র শিবপদ পাল ।

ABOUT THE AUTHOR

...view details