"500 বছরের যুদ্ধ শেষ হল", BJP-র অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন তৃণমূল নেতা - Deepak Sau
অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাসের পর উচ্ছ্বাসে সামিল হলেন আসানসোলের তৃণমূল কাউন্সিলর দীপক সাউ । বলেন, "500 বছরের যুদ্ধের আজ শেষ হল ।" আজ আসানসোলের 27 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ ডাঙ্গাল এলাকায় বিশ্ব হিন্দু পরিষদ এবং BJP-র তরফে যজ্ঞের আয়োজন করা হয় । সকাল থেকেই ছিল সাজো সাজো রব । গেরুয়া পতাকা এবং রামের ছবি দিয়ে গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছিল । সেই অনুষ্ঠানেই আজ সামিল হন দীপকবাবু ।