শুকনো খাবার খেয়েই প্রচার সেরেছেন কালিয়াগঞ্জের তৃণমূল প্রার্থী - By election in kaliagunj
কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে জিততে মরিয়া তৃণমূল । এর আগে এই আসনে কখনও জেতেনি তারা । কার্যত নাওয়া-খাওয়া ভুলে প্রচারে মন দিয়েছিলেন কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তপন দেব সিংহ । তাঁর বিরুদ্ধে একদিকে বাম-কংগ্রেস জোটের ধীতশ্রী রায়, অন্যদিকে BJP-র কমল সরকার । NRC বিরোধী প্রচার, এলাকার উন্নয়ন আর মানুষের জন্য হেল্পলাইন চালু করা ছিল তাঁর প্রচারের মূল ইশু । সারাদিন শুকনো খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়েই চালিয়েছেন প্রচার । কর্মী-সমর্থকদের সঙ্গে ঘুরেছেন এলাকার সর্বত্র । দেখুন ভিডিয়ো...