মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় যজ্ঞ - জলপাইগুড়ি
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় ষজ্ঞ ৷ জলপাইগুড়ির রাজগঞ্জের শ্রীসংঘের মাঠে যজ্ঞের আয়োজন করা হয় ৷ হিন্দুদের পাশাপাশি অংশ নেন ইসলাম ধর্মাবলম্বীরাও ৷ বুধবার আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ছিলেন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী খগেশ্বর রায় ৷ সঙ্গে ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মোশারফ হোসেন, রাজগঞ্জের তৃণমূল সভাপতি লক্ষ্যমোহন রায়, দলের যুব সভাপতি তুষারকান্তি দত্ত-সহ অন্যরা ৷