মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ানোকে কেন্দ্র করে উত্তেজনা বউবাজারে - TMC BJP clash
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা পোড়ানোকে কেন্দ্র করে বউবাজারে ধুন্ধুমার । পুলিশ ও BJP কর্মীদের মধ্যে ধস্তাধস্তি । গ্রেপ্তার 30 BJP কর্মী । রাজ্যজুড়ে BJP কর্মীদের উপর আক্রমণ, BJP কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো, গোঘাটে BJP কর্মীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়াসহ একাধিক অভিযোগে আজ BJP -র সদর কার্যালয় থেকে মিছিল বের করে যুব মোর্চা ৷