বিজেপির সভায় তৃণমূলের হামলার অভিযোগ, এলাকায় পুলিশি টহল - some of bjp workers injured at thanarpara nadia
বিজেপির সভা চলাকালীন হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। নদিয়ার থানারপাড়ার এলাকার নতিডাঙার ঘটনা। গতকালের ওই ঘটনায় দুষ্কৃতীরা সভাস্থানের চেয়ার ভেঙে দেয় ও বিজেপি কর্মীদের মারধর করে । যার জেরে আহত হন বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে নতিডাঙার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয় । খবর পেয়ে থানারপাড়ার পুলিশ ঘটনাস্থানে আসে । এলাকায় পুলিশি টহল জারি রয়েছে । হামলার ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।