আদ্রা-খড়্গপুর রুটে ট্রেন চালানোর দাবি, বাঁকুড়া স্টেশনে বিক্ষোভ TMCP-র - আদ্রা-খড়্গপুর রুটে ট্রেন চালানোর দাবিতে বিক্ষোভ তৃণমূলের
বাঁকুড়া-খড়গপুর এবং বাঁকুড়া-পুরুলিয়া রুটে ট্রেন চলাচলের দাবিতে আজ বাঁকুড়া স্টেশনে বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদের কর্মী ও সমর্থকরা । রাজ্যের অন্যান্য রুটে আজ থেকে ট্রেন চলাচল শুরু হলেও আদ্রা-খড়গপুর ডিভিশনে বাঁকুড়া, পুরুলিয়া এবং মেদিনীপুরের সংযোগকারী রুটে শুরু হয়নি ট্রেন চলাচল । এনিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে BJP এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে ৷ তারই মধ্যে মানুষের চাহিদার কথা মাথায় রেখে ট্রেন চালানোর দাবিতে পথে নামল তৃণমূলের ছাত্র সংগঠন । স্টেশন মাস্টারকে একটি স্মারকলিপি জমা দেয় তারা । ছাত্র সংগঠনের বিক্ষোভ সমাবেশে যোগ দেন বাঁকুড়ার বিধায়ক শম্পা দরিপা, জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু সহ অন্যান্যরা ৷
TAGGED:
adra-kgp route