জামুড়িয়ায় কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ তৃণমূলের - Jamuria TMC
জামুড়িয়ার মিঠাপুর এলাকায় একটি কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ তৃণমূলের । কারখানার গেটে দলীয় পতাকা লাগিয়ে বিক্ষোভ দেখায় তারা । বেকার যুবকদের চাকরি সহ একাধিক দাবিতে বিক্ষোভ দেখানো হয় । অভিযোগ, মালিক পক্ষকে বার বার বলা সত্ত্বেও কথা শোননি তারা ৷ এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷