Tiger Foot Print In Kultali : বাঘের পায়ের ছাপ আতঙ্ক কুলতলিতে - বাঘের পায়ের ছাপ আতঙ্ক কুলতলিতে
আবারও বাঘের আতঙ্কে ঘুম ছুটেছে সুন্দরবনের কুলতলির গ্রামবাসীদের (Tiger Foot Print In Kultali)। আজ বাঘের পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসীরা। সুন্দরবন এলাকাধীন কুলতলির গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের গায়েনের চক এলাকায় জঙ্গল সংলগ্ন নদীর চড়ে পায়ের ছাপ দেখা যায়। তা নিয়ে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায় । এদিন, স্থানীয় দুই মহিলা মৎসজীবী নদীতে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের পায়ের ছাপ দেখতে পান। আতঙ্কে ওই মহিলারা চিৎকার শুরু করেন। মহিলারা চিৎকার শুনে আশেপাশ থেকে স্থানীয় বাসিন্দারাও ছুটে আসেন। চিৎকার শুনে চলে আসেন অন্য মৎস্যজীবীরাও। নৌকার বৈঠা, লাঠি নিয়ে তারা তেড়ে যান। মহিলা মৎস্যজীবীদের উদ্ধার করে গ্রামে ফিরিয়ে আনা হয়। এরপরই খবর দেওয়া হয় বন দফতরে। বনকর্মীরা গিয়ে ঘটনাস্থলে পায়ের ছাপ দেখতে পান। আপাতত বাঘটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই কুলতলির ভুবনেশ্বরী গ্রামে একটি বাঘ ফাঁদে ধরা পড়ে।