পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

নদীয়ায় বজ্রাঘাতে মৃত তিন, আহত পাঁচ - lightning strike in nadia

By

Published : Jun 1, 2021, 10:12 PM IST

বজ্রপাতের জেরে মৃত্যু হল তিনজনের ৷ আহত আরও পাঁচজন। আশঙ্কাজনক অবস্থায় তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদীয়ার ভীমপুর থানার কুলতলা গ্রামে। আজ বিকালে হঠাৎই শুরু হয় বজ্রপাতসহ বৃষ্টি । সেই সময় বজ্রপাতে জেরে তিনজনের মৃত্যু হয় বলে জানা যায় । মৃত যুবকদের নাম সুপ্রিয় ঘোষ, হাফিজুল মণ্ডল, এবং যাদব ঘোষ । স্থানীয় সূত্রে খবর, একদল যুবক মাছ ধরতে যান কুলতলা গ্রামের একটি বিলে। হঠাৎই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হওয়ায় বজ্রাঘাতে আহত হন বেশ কয়েকজন ৷ তাঁদের স্থানীয়রা কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি কয়েকজনের চিকিৎসা চলছে হাসপাতালে । ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।

ABOUT THE AUTHOR

...view details