ইনজেকশন দেওয়ার পরই শিশুর মৃত্যু, গ্রেপ্তার চিকিৎসক - narendrapur police station
চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু হল সাড়ে তিন বছরের এক শিশুর। এই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা খুড়িগাছি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থান আসে নরেন্দ্রপুর থানার পুলিশ । খুড়িগাছি থেকে অলোক কুমার মণ্ডল নামে এক ডাক্তারকে গ্রেপ্তার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। আয়ুর্বেদিক চিকিৎসক হয়ে ভুল অ্যালোপ্যাথি চিকিৎসার কথা স্বীকার করে ধৃত । সোনারপুর ব্লকের কামরাবাদ পঞ্চায়েত এলাকার গঙ্গাজোয়ারা ক্ষুদিরামপল্লির বাসিন্দা সাড়ে তিন বছরের রবিজিৎ পুরকাইত। শরীর খারাপ হওযায় সে মায়ের হাত ধরেই পায়ে হেঁটে ডাক্তারখানায় আসে। আসার সঙ্গে সঙ্গেই তাকে স্যালাইন ও একাধিক ইনজেকশন দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার। তারপর উত্তেজিত জনতা ডাক্তারখানায় ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থানে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ । অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। শিশুর দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ ।