পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

মোদির গলায় মালা দেওয়ার লোক থাকবে না : মদন - নরেন্দ্র মোদি

By

Published : Jul 8, 2021, 8:40 PM IST

"মোদির গলায় মালা দেওয়ার লোক থাকবে না" - পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ মিছিলে বললেন কামারহাটির বিধায়ক মদন মিত্র । আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিনে বিধানসভায় তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য একজন বামপন্থী নেতাও উপস্থিত ছিলেন না । আগামী দিনে পার্লামেন্টে মোদি ও অমিত শাহকে মালা দেওয়ার জন্যও কোনও বিজেপি নেতাকে খুঁজে পাওয়া যাবে না । আজ মূল্য বৃদ্ধির প্রতিবাদ মিছিলে এসে এভাবেই বিজেপিকে এক হাত নিলেন মদন মিত্র । কামারহাটি রথতলা মোড় থেকে নিজে সাইকেল চালিয়ে আজ প্রতিবাদ মিছিলে সামিল হন মদন মিত্র । তারপর তিনি গরুর গাড়িতে চড়ে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানান । মদন মিত্র ছাড়াও আজকের মিছিলে উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার প্রশাসক গোপাল সাহা-সহ কামারহাটির তৃণমূল নেতৃত্ব ।

ABOUT THE AUTHOR

...view details