দুটো ভেড়া কমলে ক্ষতি হয় না, লক্ষ্মীর মন্ত্রিত্ব ত্যাগে মন্তব্য অনুব্রতর
"চাষির ঘরে দুটো ভেড়া কমে গেলে কিছুই ক্ষতি হবে না ৷" লক্ষ্মীরতন শুক্লার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ প্রসঙ্গে মন্তব্য অনুব্রত মণ্ডলের । মঙ্গলবার মন্ত্রিত্ব ছাড়ার পাশাপাশি হাওড়া জেল সভাপতির পদও ছাড়েন লক্ষ্মীরতন ৷ সেই প্রসঙ্গে প্রশ্নের উত্তর দিতে গিয়ে তৃণমূলের বীরভূম জেলা সভাপতির কটাক্ষ, "গ্রামে দেখবেন বড় বড় চাষিদের ভেড়ার পাল যায়, আবার দেখবেন কোনও একটা পরব এলে ভেড়া কমে যায় ৷ তাতে মালিকের কিছু এসে যায় না ।"