পুরুলিয়ার প্রথম পৌর ছাত্র-যুব উৎসবে দেখা মিলল না দর্শকের - অর্ণব ভট্টাচার্য
ঢাকঢোল পিটিয়ে চলেছিল প্রচার ৷ তারপরও অনুষ্ঠানে নেই দর্শক ৷ ফাঁকা মাঠ ৷ অনুপস্থিত মুখ্য অতিথিরাও ৷ অনুষ্ঠান পরিচালনা করার মতোও নেই কেউ ৷ কার্যত মুখ থুবড়ে পড়ল প্রথম পৌর ছাত্র-যুব উৎসব ৷ ফাঁকা মাঠে তৈরি মঞ্চে নাচ-গান করল খুদেরা ৷ তা দেখলেন শুধুই অভিভাবকরা ৷ যদিও, দর্শকাসন শূন্য থাকার প্রসঙ্গ এড়িয়ে গেলেন অনুষ্ঠানের আহ্বায়ক অর্ণব ভট্টাচার্য ও কাউন্সিলর বিভাসরঞ্জন দাস ৷