পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

"শেখার কোনও বয়স হয় না", কটাক্ষ রাজীবের - rajib banerjee taunts the old leaders

By

Published : Jan 23, 2021, 6:25 PM IST

গতকালই মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন । রাজভবন থেকে বেরিয়ে চোখের জল সামলাতে পারেননি । তাঁকে কেন্দ্র করে কটূক্তি ছুঁড়েছেন দলের নেতা থেকে সাংসদ । আজ সেই সমস্ত কটূক্তির উত্তর দিতে গিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, শেখার কোনও বয়স হয় না । অনেকের থেকেই অনেক কিছু শেখা যায় । যারা কম বয়সি তারাও অনেক কিছু শেখায় । বিদেশে এমবিএ করার সময় তিনি দেখেছেন যে অধ্যাপক তাঁর ক্লাস নিতেন, তিনিই আবার অন্য ক্লাসে ক্লাস করতেন । নবীন বলে শাসক দলের তরফ থেকে যে আক্রমণ করা হচ্ছে, তারই জবাব তিনি দিলেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা । আজ এক ডোমজুড়ে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনে এসে এমনই বলেন তিনি । ছাত্রদের সঙ্গে প্রথম সারিতে বসে ক্লাসও করেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details