পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Theft Temple At Santipur: মন্দির থেকে চুরি লক্ষাধিক টাকার সামগ্রী - theft gold ornaments and money from a kali temple in Nadia

By

Published : Dec 30, 2021, 1:25 PM IST

রাতের অন্ধকারে তালা ভেঙ্গে মন্দির থেকে সোনার গহনা-সহ প্রায় দেড় লক্ষ টাকা সামগ্রী নিয়ে চম্পট দিল কয়েকজন দুষ্কৃতী (Theft Temple At Santipur)। ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়াপাড়া এলাকায়। শান্তিপুর থানার ফুলিয়াপাড়ার বাসিন্দা শ্যামল রায়। তার নিজের বাড়িতেই একটি কালী মন্দির রয়েছে দীর্ঘদিন ধরে। বাড়িতে কয়েকজন মিস্ত্রি কাজ করতে আসে রাতের অন্ধকারে তালা ভেঙ্গে মন্দির থেকে সোনার গহনা-সহ প্রায় দেড় লক্ষ টাকা সামগ্রী নিয়ে চম্পট দিল কয়েকজন দুষ্কৃতী (Theft Temple At Santipur)। ঘটনাটি ঘটে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়াপাড়া এলাকায়। শান্তিপুর থানার ফুলিয়াপাড়ার বাসিন্দা শ্যামল রায়। তাঁর নিজের বাড়িতেই একটি কালী মন্দির রয়েছে দীর্ঘদিন ধরে। বাড়িতে কয়েকজন মিস্ত্রি কাজ করতে আসেন আজ সকালে ৷ মিস্ত্রিরা এসে দেখেন, মন্দিরে তালা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। এরপরই বাড়ির লোকজনকে ডেকে নিয়ে এলে তাঁরা এসে দেখেন, মাকালীর গায়ে যে সমস্ত সোনার গয়না ছিল সবকিছুই চোরেরা নিয়ে পালিয়েছে। শুধু তাই নয় প্রণামী বাক্সে যে নগদ অর্থ ছিল সেটিও বাক্স ভেঙে নিয়ে চলে গিয়েছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details