পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

লকডাউনের চেনা ছবি, সুনসান আসানসোল - লকডাউনের চেনা ছবি, শুনশান আসানসোল

By

Published : Sep 11, 2020, 12:07 PM IST

সেপ্টেম্বর মাসের দ্বিতীয় লকডাউনে সেই চেনা ছবি আসানসোলে । সকাল থেকে আসানসোলের গুরুত্বপূর্ণ হটন রোড মোড়ে, BNR মোড়, ভগৎ সিং মোড়ে পুলিশের তৎপরতা দেখা যায়। বাজারহাট বন্ধ ছিল। চলেনি বাস, মিনিবাস বা পাবলিক ট্রান্সপোর্ট। এককথায় গোটা আসানসোল কার্যত সুনসান ছিল। যেভাবে কোরোনা সংক্রমণ ছড়াচ্ছে তাতে এই লকডাউন সংক্রমণ রুখতে কার্যকরী হবে বলে মনে করছে প্রশাসন।

ABOUT THE AUTHOR

...view details