নিয়ম মেনে বৈদিক মন্ত্রোচ্চারণে খুলল কেদারনাথ মন্দিরের দরজা - the sacred doors of kedarnath dham open today morning
আজ ভোর পাঁচটায় নিয়ম মেনে বৈদিক মন্ত্রোচ্চারণে খোলা হল কেদারনাথ মন্দিরের দরজা । এই উপলক্ষে 11 কুইন্টাল ফুল দিয়ে সাজানো হয়েছে মন্দির । ভগবান কেদারনাথের মন্দির আজ থেকে আগামী ছয় মাসের জন্য খোলা হল । তবে করোনা সংক্রমণ আটকাতে দর্শনার্থীদের মন্দিরে না আসার জন্যে অনুরোধ করেন মন্দির কমিটি ।