সমবায় ব্যাঙ্কগুলিকে RBI-র অধীনে আনার অর্ডিন্যান্স অগণতান্ত্রিক : অরূপ রায় - RBI
কেন্দ্রীয় সরকার সমবায় আন্দোলনের উপরে আঘাত হানছে । সমবায় ব্যাঙ্কগুলিকে কেন্দ্রীয় সরকার কম্পানি আইনের আওতায় নিয়ে আসতে চাইছে । এতে রাজ্যের সাধারণ মানুষের অধিকার খর্ব হবে বলে মনে করছেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় ৷