জ্যান্ত মুরগি মেরে রাস্তায় ফেলে বিক্ষোভ মাংস বিক্রেতাদের
কোরোনা আতঙ্কের জেরে বাজারে দাম নেই মুরগির মাংসের। তাই মুরগির মাংস এবং জ্যান্ত মুরগি মেরে রাস্তায় ফেলে বিক্ষোভ দেখালেন মাংস বিক্রেতারা। ধুপগুড়ি শহরের মাছ বাজারের সামনে রাস্তার উপরে মাংস ফেলে বিক্ষোভ দেখা যায় ওই এলাকার মাংস বিক্রেতারা। রবিবার ছুটির দিনে যেখানে বিক্রি করতে হিমশিম খেতে হয় বিক্রেতাদের।সেখানে এখন একজন মাংস বিক্রেতা দিনভর সর্বোচ্চ 900 টাকা বিক্রি করেছেন। বিক্রির জন্য দোকানে কাটা মাংস এবং জ্যান্ত মুরগি মেরে রাস্তায় ফেলে দিয়ে বিক্ষোভ দেখায়। ব্যবসায়ীদের দাবি 150 টাকা কেজির মাংস 60-70 টাকা দিলেও ক্রেতারা নিতে চাইছেন না। যতদিন বাজারের অবস্থা ঠিক না হচ্ছে ততদিন ব্যবসা বন্ধ থাকবে বলে দাবি করেন তাঁরা ।