পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

প্রণব মুখোপাধ্যায়কে হাতিয়ার করে নেহরুর সমালোচনা মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর - Pranab Mukherjee as a tool

By

Published : Jan 7, 2021, 11:00 PM IST

দুর্গাপুরের জনসভায় নেহরুর সমালোচনায় প্রণব মুখোপাধ্যায়কে হাতিয়ার করলেন মধ্যপ্রদেশের আইনমন্ত্রী তথা এরাজ্যের অন্যতম বিজেপি পর্যবেক্ষক নরোত্তম মিশ্রা । তিনি বলেন, " প্রণব মুখার্জি , যিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন , পশ্চিমবঙ্গের গৌরব ছিলেন । উনি লিখেছেন নেহরু চাননি , না হলে নেপাল অখণ্ড ভারতের অংশ হত । নেহরু-গান্ধি পরিবার পাকিস্তান তৈরি করেছে , বাংলাদেশ তৈরি করেছে । এরা নেপালকে কোথা থেকে আনতেন । অখণ্ড ভারতের কল্পনায় নেহরু গান্ধি পরিবার বেইমানি করেছে । প্রণবদা অনেক দেরিতে বুঝেছিলেন , তাঁর শেষ সময়ে , যে ভুল ঘোড়ায় বাজি রেখেছেন । "

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details