পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

টুম্পা সোনার গানে উদ্দীপ্ত বামেরা - টুম্পা সোনার গানে উদ্দীপ্ত বামেরা আজ ব্রিগেড মুখী

By

Published : Feb 28, 2021, 2:02 PM IST

দোরগোড়ায় বিধানসভা ভোট। তাই আজ ঐতিহাসিক সমাবেশ করতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে বামেরা, সঙ্গে থাকবে জোটসঙ্গী কংগ্রেসও।বর্তমানে ‘সেন্সেশ্যান’ গানটির একটি প্যারোডি সংস্করণই ব্রিগেড সমাবেশের প্রচারে নেট দুনিয়ায় খেল দেখাচ্ছে। গানের কথায় কথায় শ্লেষ, ব্যাঙ্গ, বিদ্রুপ রয়েছে তৃণমূল ও বিজেপির প্রতি। মোদি-মমতা দুপক্ষকেই নানা ইস্যুতে তুলোধনা করা হয়েছে গানটিতে। টুম্পা সোনার গানে উদ্দীপ্ত বামেরা আজ ব্রিগেড মুখী ।

ABOUT THE AUTHOR

...view details