কোরোনায় আক্রান্ত যুবকের মায়ের রিপোর্ট পজ়িটিভ এলে মুখ্যমন্ত্রীকেও গৃহবন্দী হতে হবে : সায়ন্তন - কোরোনা প্রসঙ্গে BJP নেতা সায়ন্তন বসু
উত্তরপাড়ায় একটি বৈঠকে যোগ দিতে এসে সায়ন্তন বসু বললেন, কোরোনায় আক্রান্ত যুবকের মায়ের রিপোর্ট পজ়িটিভ বের হলে, রাজ্যের মুখ্যমন্ত্রীকেও আইসোলেশনে চলে যেতে হবে৷ কারণ হোম সেক্রেটারি নিজেও গৃহবন্দী রয়েছেন ৷ হোম সেক্রেটারি তো দফায় দফায় মুখ্যমন্ত্রী ও বাকি মন্ত্রীদের সঙ্গে মিটিং করেন ৷ হোম সেক্রেটারির সঙ্গে এই ছেলেটির মাও বৈঠক করেছেন।