ফ্লোটিং গেট বসানো হল 31 নম্বর লকগেটে - দুর্গাপুর ব্যারাজের ৩১ নম্বর লকগেট
ভাসমান গেট নিয়ে আসা হল দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর লকগেটের কাছে । ভাসমান গেটের মাধ্যমে জল আটকে নতুন গেট বসানোর কাজ হবে । শনিবার থেকে শুক্রবার পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় শেষ হয় কাজ । শুক্রবার দামোদর ব্যারেজে জল বাড়ার সঙ্গে সঙ্গে ফ্লোটিং গেট নিয়ে আসা হয় । দুর্গাপুর নগর নিগমের 4 নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্য়ায় জানান, শুক্রবার বিকাল 5টা পর্যন্ত জলের লেয়ার উঠতে সময় লাগবে ৷ সেই জল পরিশুদ্ধ করার পর শনিবার সকালে গোটা দুর্গাপুরে আগের মতো স্বাভাবিক হবে জল পরিষেবা ।