ইংরেজবাজার পৌরসভার বকেয়া বিদ্যুৎ বিল 5 কোটি টাকা
ইংরেজবাজার পৌরসভার বকেয়া বিদ্যুৎ বিল পাঁচ কোটি টাকা ৷ এনিয়ে প্রশ্ন উঠেছে কাউন্সিলরদের মধ্যে৷ এই ঘটনায় বর্তমান পৌর বোর্ডকেই দায়ি করেছেন প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি৷ তাঁর অভিযোগ, বিদ্যুৎ অপচয়ের জন্যই পৌরসভার ঘাড়ে এই বিপুল বোঝা চেপেছে৷ ঘটনার কথা স্বীকার করেছেন পৌরপ্রধান নীহাররঞ্জন ঘোষ ৷ তাঁর দাবি, গত চার থেকে পাঁচ বছর ধরে এই বিল ধীরে ধীরে জমা হয়েছে৷ এই ঘটনার জন্য পূর্বতন বোর্ডই বেশি দায়ি৷