ডায়মন্ড হারবার মেডিকেলে শুরু কোরোনা ভ্যাকসিনের ড্রাই রান - COVID 19
ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে আজ থেকে শুরু হল কোরোনা ভ্যাকসিনের ড্রাই রান । এই প্রক্রিয়া খতিয়ে দেখেন মেডিকেল কলেজের অধ্যক্ষ উৎপল দাঁ, সিএমওএইচ(ডায়মন্ড হারবার) দেবাশিস রায় সহ স্বাস্থ্য অধিকর্তারা । মেডিকেল কলেজের অধীনে 5 কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হবে । ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ছাড়াও সরিষা ব্লক হাসপাতাল ও ফলতার একটি নার্সিংহোমে চলছে কোরোনা ভ্যাকসিনের ড্রাই রান ।