21 জুলাইয়ের নামে নাটক শুরু হয়েছে : মুকুল রায় - 21 জুলাই
21 জুলাইয়ের সমাবেশকে ফের কটাক্ষ করলেন BJP নেতা মুকুল রায় । বলেন, 21 জুলাইয়ের নামে শহিদদের শ্রদ্ধা জানানো হচ্ছে না ৷ এটা একটা নাটক শুরু হয়েছে ৷ আগামী দু'বছর পরই তৃণমূল উঠে যাবে ৷ তখন আর তৃণমূলের নামে 21 জুলাইয়ের অনুষ্ঠান হবে না ৷ দেখুন ভিডিয়ো...