রানিগঞ্জের কোরোনা পরিস্থিতি খতিয়ে দেখলেন DM, CP - পশ্চিম বর্ধমান
পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে 48 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত আরও 17 জন। এই পরিস্থিতিতে রানিগঞ্জ শহর পরিদর্শন করলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার সুকেশকুমার জৈন। সঙ্গে ছিলেন রানিগঞ্জের BDO ও রানিগঞ্জ বণিক মহল। কোরোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে মানুষকে সচেতন করতে মাইকিং করা হয় গতকাল । দেখুন ভিডিয়োয়...