টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, বিপাকে বাসিন্দারা - The area adjacent to Durgapur station is submerged with water , residents in distress
গভীর নিম্নচাপের জেরে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে একটানা বৃষ্টিতে জলমগ্ন গোটা দুর্গাপুর ৷ সেখানকার ফরিদপুর থানা এলাকার আরতি গ্রামের প্রায় 200টি পরিবার জলবন্দী ৷ দুর্গাপুর নগর নিগমের একাধিক ওয়ার্ডে আটকে রয়েছে আনেকে ৷ 20, 21,19,43 ও 41 নম্বর ওয়ার্ড পুরোপুরি জলমগ্ন ৷ নগর নিগমের অভিযোগ, 2 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের সময় জাতীয় সড়কের পাশ দিয়ে যে নর্দমাগুলো রয়েছে সেগুলি উঁচু করে দেওয়া হয়েছে ৷ ফলে বিভিন্ন ওয়ার্ডের জল আর বড় নর্দমাতে পড়তে পারছে না ৷ তাই একটু বৃষ্টিতেই ভাসছে দুর্গাপুর ৷
TAGGED:
জলমগ্ন দুর্গাপুর