পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

বেতনবৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থায়ী কর্মীদের - মালদা

By

Published : Jan 6, 2021, 10:46 AM IST

বেতনবৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের প্রায় দেড়শো অস্থায়ী কর্মীর ৷ নিজেদের দাবিতে তাঁরা অনড় ৷ আজ হাসপাতাল চত্বরেই বিক্ষোভ দেখান তাঁরা ৷ যদিও বিক্ষোভকারীদের সঙ্গে কোনও আলোচনায় বসেনি হাসপাতাল কর্তৃপক্ষ ৷ এমনকী অস্থায়ী কর্মী নিয়োগের দায়িত্বপ্রাপ্ত সংস্থাও বিক্ষোভকারীদের সঙ্গে কোনও আলোচনা করেনি বলে অভিযোগ ৷ বিক্ষোভকারীদের অভিযোগ, গত চার বছর ধরে এই হাসপাতালে পরিষেবা দিয়ে এলেও তাঁদের বেতন বৃদ্ধির কোনও উদ্যোগ নেয়নি হাসপাতাল কিংবা ঠিকাদার কর্তৃপক্ষ ৷ বিক্ষোভকারী রানারাম চৌধুরি বলেন, "আমাদের দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে।"

ABOUT THE AUTHOR

...view details