কাজ হারিয়ে বিক্ষোভ জলপাইগুড়ির কোভিড হাসপাতালের অস্থায়ী কর্মীদের - jalpaiguri covid hospital
জীবনের ঝুঁকি নিয়ে কোভিড হাসপাতালে 8-9 মাস কাজ করেছেন ৷ তারপরও কাজ হারাতে হল অস্থায়ী কর্মীদের ৷ জলপাইগুড়ির বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের কোভিড হাসপাতালের ঘটনা ৷ হঠাৎ করে অস্থায়ী কর্মীদের কাজে না আসার কথা জানান হাসপাতাল কর্তৃপক্ষ ৷ তারপরই হাসপাতাল চত্বরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা ৷ দাবি মানা না হলে আমরন অনশনের ডাক দেন তাঁরা ৷ অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, যখন দরকার পড়বে লোক নেওয়া হবে ৷