পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

CAA নিয়ে সিদ্ধান্ত পরিষ্কারভাবে জানিয়ে দিলে সুবিধা হয়, শাহ-র উদ্দেশে শান্তনু - অল ইন্ডিয়া মতুয়া সম্প্রদায়

By

Published : Dec 28, 2020, 7:57 PM IST

CAA এখনও কার্যকরী হচ্ছে না। ভারত সরকারকে আমরা অভয় দিচ্ছি, অশান্তি হলে তা প্রতিরোধ করার ক্ষমতা এই সমাজের মানুষের আছে । তা আমরা কয়েকবার প্রমাণ করে দিয়েছি । অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের জনসভায় এই মন্তব্য করলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর । সোমবার সুকান্তনগর ফুটবল মাঠের জনসভায় বিজেপি সাংসদ বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রী CAA নিয়ে ব্যাখ্যা করুন, তাঁরা কী সিদ্ধান্ত নেবেন পরিষ্কারভাবে বলুন। আমরা সারা ভারতজুড়ে অল ইন্ডিয়া মতুয়া সম্প্রদায়ের মানুষ নিয়ে সংগঠন করি। আমাদের সংগঠনে বেশিরভাগ মানুষই উদ্বাস্তু। এটা নিয়ে একটা বিভ্রাট তৈরি হচ্ছে । অমিত শাহজি CAA নিয়ে যে সিদ্ধান্ত সেটা পরিষ্কারভাবে জানিয়ে দিলে আমাদের সুবিধা হয় ।"

ABOUT THE AUTHOR

...view details