পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Tea Labour Agitation : বন্ধ চা-বাগান খোলার দাবিতে আলিপুরদুয়ারে পথ অবরোধ - Labour Agitation

By

Published : Nov 15, 2021, 3:39 PM IST

সোমবার সকালে ডুয়ার্সের আলিপুরদুয়ারের বন্ধ মধু চা-বাগান খোলার দাবিতে পথ অবরোধে সামিল হলেন শ্রমিকরা । তৃণমূল পতাকা নিয়ে হাসিমারা থেকে আলিপুরদুয়ারগামী রাজ‍্য সড়ক অবরোধ করলেন তাঁরা । এদিনের পথ অবরোধের জেরে আটকে পড়ে প্রচুর গাড়ি । শ্রমিকরা জানান, 2014 সালের সেপ্টেম্বর মাস থেকে মধু চা-বাগান বাগান বন্ধ৷ তারপর শ্রমিকরা ভুটানে গিয়ে কাজ করেছেন ৷ কিন্তু করোনার জেরে জারি হওয়া লকডাউনে তাঁরা সংকটে পড়েছেন ৷ তাই বাগান খোলার দাবিতে তাঁরা অবরোধ করেন এদিন ৷

ABOUT THE AUTHOR

...view details