আজ থেকে দর্শনার্থীদের জন্য বন্ধ হল তারাপীঠ মন্দির - তারাপীঠ মন্দির
আজ থেকে সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হল তারাপীঠের মা তারার মন্দির ৷ আজ সকাল থেকে 30 মে পর্যন্ত মন্দির বন্ধ রাখা হবে এবং শুধুমাত্র নিয়ম মেনে নির্ধারিত সেবাইত মা তারার নিত্যপুজো করবেন বলে মন্দির কমিটি সূত্রে খবর ৷ এ বিষয়ে মন্দির কমিটির সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায় বলেন, "আজ থেকে রাজ্য সরকার আগামী 30 তারিখ পর্যন্ত যে কড়া বিধি নিষেধের সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়ে আমরা মন্দির কমিটির পক্ষ থেকে মা তারার মন্দির 30 তারিখ পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছি । "