খুলল তারকেশ্বর মন্দির, কোভিড বিধি মেনে চলছে পুজো - তারকেশ্বর মন্দির
তারকেশ্বর মন্দির খুলতেই ভক্তদের ভিড় শুরু হয়েছে । মন্দির কর্তৃপক্ষের নির্দেশ মতো সকাল সাতটায় খোলা হল মন্দিরের এক এবং দুই নং গেট । কোভিড বিধি মেনে বেশকিছু ভক্তদের দেখা যায় পুজো দিতে । ভক্তরা বিধি মানছেন কি না তা নজর রাখবে পুরসভা এবং মন্দির কর্তৃপক্ষ । মন্দির পরিস্কার পরিচ্ছন্ন করা এবং পুর মন্দির চত্বর এলাকা স্যানিটাইজ করা হবে বলে জানান পুর প্রশাসক স্বপন সামন্ত ৷ মন্দির কর্তৃপক্ষের নির্দেশে অনুযায়ী আজ সকালেই খুলে দেওয়া হয় দুটি প্রবেশদ্বার । যদিও মূল প্রবেশদ্বার পাঁচটি । প্রতিদিন সকাল সাতটা থেকে বারোটা পযন্ত এক ও দু নং গেট দিয়ে কোভিড বিধি মেনে মন্দিরে প্রবেশ করতে পারবেন ভক্তরা ৷ তবে ভক্তদের গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ । অন্যদিকে, মন্দির চত্বরে পূজা সামগ্রির দোকান খুলেছেন বেশকয়েকজন ব্যবসায়ী । তাঁদেরও কোভিড বিধি মানার নির্দেশ দেওয়া হয়েছে । মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে ভক্তদের উদ্দেশে কোভিড বিধি মেনে মন্দিরে প্রবেশ করার জন্য মাইকিং প্রচার করা হচ্ছে ।