পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

সুস্থ হয়ে ফিরলেন না তাপস, রাখা হল না দিদিকে দেওয়া কথা - তাপস পালের মৃত্যু

By

Published : Feb 18, 2020, 8:11 PM IST

দুর্গাপুরের সঙ্গে এক গভীর সম্পর্ক ছিল তাপস পালের ৷ তাঁর বাবা দুর্গাপুরের খনি অঞ্চল উখরাতে চিকিৎসক ছিলেন ৷ পরে কলকাতায় চলে যাওয়া ৷ কিন্তু, দিদি চন্দনা দাশগুপ্ত দুর্গাপুরের বিধাননগরেই থাকেন ৷ এলাকায় পারিবারিক বন্ধুও রয়েছেন অনেক ৷ চন্দনা দাশগুপ্ত বলেন, "তিনদিন আগেই ফোন করেছিল তাপস ৷ সে জানায়, তুই জামাইবাবুকে নিয়ে চিন্তা করিস না ৷ আমরা দু'জনই সুস্থ হয়ে ফিরে আসব ৷" তাঁর মৃত্যুতে দুঃখপ্রকাশ করলেন চিকিৎসক অনিল ভট্টাচার্যও ৷

ABOUT THE AUTHOR

...view details